• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি একজন 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৫:৩৪ পিএম
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি একজন 
ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনও রোগী ভর্তি হননি। তবে গত পাঁচদিনে (১-৫ মার্চ) হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র একজন ডেঙ্গুরোগী।

শনিবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মুহাম্মদ জাহিদুল ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ১২৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হলেও ফেব্রুয়ারিতে তা ২০ জনে নেমে আসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি ছিলেন মোট ১৪৭ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ১২৬, ফেব্রুয়ারিতে ২০ এবং ৫ মার্চ পর্যন্ত একজন ভর্তি হন। এরই মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৪৬ জন।

এর আগে ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে মারা যান ১০৫ জন আক্রান্ত রোগী।

Link copied!